লাফার্জ সুরমা সিমেন্টের সঙ্গে বিটিআইয়ের সমঝোতা চুক্তি

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে বহুজাতিক সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুসারে বিটিআই এখন থেকে সব নির্মাণকাজে লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে। নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন এলএসসির ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান ও বিটিআইর নির্বাহী পরিচালক (কনসট্রাকশন) মো. শরিফুর রহমান।
অনুষ্ঠানে এলএসসির ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান বলেন, লাফার্জ সুরমা দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট এবং বছরের পর বছর ধরে কোম্পানিটি গুণগতমান সম্পন্ন সিমেন্ট বাজারজাত করে আসছে।
বিটিআইয়ের নির্বাহী পরিচালক (কনসট্রাকশন) মো. শরিফুর রহমান জানান, রিয়েল এস্টেট সেক্টরে দেশের স্বনামধন্য ও গ্রাহকদের আস্থাভাজন একটি প্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সংযোগ ঘটল এবং গ্রাহকদের জন্য উন্নততর বসবাসের অভিজ্ঞতার সুযোগ তৈরি হলো, যার একটি ইতিবাচক প্রভাব দেশের আবাসনশিল্পে পড়বে।