সমুদ্র সম্পদ বাংলাদেশের অর্থনীতিকে অভাবনীয় উচ্চতায় নেবে

বঙ্গোপসাগরের অফুরান সম্পদ কাঙ্ক্ষিত পরিমাণে আহরণ সম্ভব হলে ১০ বছরের মাথায় বাংলাদেশের অর্থনীতি অভাবনীয় উচ্চতায় পৌঁছবে। আজ শনিবার সকালে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে ‘ব্লু ইকোনমি-বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন।
অন্যর মধ্যে বক্তব্য দেন আইবিএফবির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) খুরশীদ আলম।
বক্তারা বলেন, সমুদ্র সম্পদে সম্ভাবনা অপরিমেয়। এর মাধ্যমে বিশ্ব বাণিজ্যের পরিধি বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন অনেক গুণ বেড়ে যাবে। তাঁরা বঙ্গোপসাগরকে তৃতীয় প্রতিবেশী আখ্যা দেন। ব্লু ইকোনমি বাস্তবায়নে একটি রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।