অর্থ উপদেষ্টার সঙ্গে বেনাপোল বন্দরসংশ্লিষ্টদের বৈঠক

বেনাপোল বন্দরের মাধ্যমে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বাণিজ্যকে অরো গতিশীল এবং রাজস্ব আহরণ বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান আজ রোববার দুপুরে বেনাপোল কাস্টমস হাউসে কাস্টমস, বন্দর, পুলিশ ও বিজিবি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
বেনাপোল কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আমদানি-রফতানি সংক্রান্ত বিষয়, বন্দর, কাস্টমস ও ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রীদের যাতায়াতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, বিজিবির উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
বৈঠক শেষে ড. মসিউর রহমান বেনাপোল বন্দর, চেকপোস্ট, বাইপাস সড়ক ও ইন্টারন্যাশনাল পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট অফিস পরিদর্শন করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমদানীকৃত মালামাল বিজিবির দেখার অধিকার নেই, অর্থমন্ত্রীর এই বক্তব্য সঠিক। বন্দরের বাইরে আমদানীকৃত মালমাল বিজিবি দেখে কি না, সেটা আমার জানা নেই। তবে চোরাইপথে বা নিষিদ্ধ কোনো পণ্য এলে সেটি তারা (বিজিবি) দেখেন।’