তুং হাই নিটিংয়ের এজিএম কাল

বস্ত্র খাতের কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এই হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ২৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৯ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ২১ শতাংশ। এই ছয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ৫৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে দাঁড়ায় ৭২ পয়সা। চলতি বছর এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৩২ পয়সা, যা আগের হিসাব বছরের এই তিন মাসে দাঁড়ায় ৪৭ পয়সা। অর্থাৎ উভয় প্রান্তিকেই ইপিএস কমেছে।
গত দুই বছরের মধ্যে তুং হাই নিটিংয়ের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৬ টাকা ও সর্বোচ্চ ২৭ টাকা ৮০ পয়সা। এক মাসে সর্বনিম্ন ১৬ টাকা ও সর্বোচ্চ ১৭ টাকা ১০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১৪ দশমিক শূন্য ৪।