দাম বাড়ছে গ্যাস-বিদ্যুতের, ঘোষণা বিকেলে

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির কর্মকর্তারা সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ক্যাটাগরি ভেদে গ্যাসের দাম ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি করা হবে বলে তাঁরা জানিয়েছেন। এ ছাড়া প্রয়োজন মনে করলে আগামী ডিসেম্বরে আবার গ্যাসের দাম বাড়াতে পারে সরকার।
সকালে দাম নির্ধারণে কমিশনের জরুরি বৈঠক বসে। এতে আবাসিকে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। তবে সেচের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ছে না বলে কমিশন সূত্র জানিয়েছে। এ ছাড়া সার ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম অপরিবর্তিত রাখার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি এ সিদ্ধান্তের কথা বিইআরসিকে জানানো হয়।