বাংলাদেশ সাবমেরিন কেবলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৬ টাকা ৯১ পয়সা।
আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় কক্সবাজারে সেইম্যান বিচ রিসোর্টে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ২৮ সেপ্টেম্বর।
কোম্পানিটি ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৪২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৫ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১১৬ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ১৪৩ টাকা ২০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত ২৩৫ দশমিক ২৩।
২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪৯ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৮৩ কোটি ২০ লাখ টাকা। বাজারে শেয়ারসংখ্যা ১৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ১০০টি। মোট শেয়ারের মধ্যে সরকার ৭৩ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৯ দশমিক ৮১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক ৫৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৫ দশমিক ৮ শতাংশ।