টিভিএস মোটরসাইকেল কিনতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/11/photo-1447221021.jpg)
প্রথমবারের মতো ‘মোটরসাইকেল ঋণ’ অর্থায়ন করবে ব্র্যাক ব্যাংক। এ জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেড ও টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই চুক্তির ফলে এখন থেকে টিভিএস অটোর গ্রাহকরা টিভিএস মোটরসাইকেল ও স্কুটার কিনতে ব্র্যাক ব্যাংক থেকে মোটরসাইকেল ঋণ নিতে পারবেন। আর টিভিএস অটো টিভিএস ব্র্যান্ডেড মোটরসাইকেল ও স্কুটার কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেবে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান ও টিভিএস অটো বাংলাদেশের হেড অব বিজনেস, টু হুইলার বিপ্লব কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।