প্রধানমন্ত্রীর কাছে ২৫ হাজার কম্বল হস্তান্তর করল ব্র্যাক ব্যাংক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/12/photo-1449910151.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২৫ হাজার কম্বল হস্তান্তর করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালক শিব নারায়ণ কৈরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হুসাইন।
শীতে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২৫ হাজার কম্বল জমা দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
৯ ডিসেম্বর গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বলগুলো হস্তান্তর করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালক শিব নারায়ণ কৈরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হুসাইন।
বর্তমানে দেশে ব্র্যাক ব্যাংকের ১৬৬টি শাখা, ৪০০টির বেশি এটিএম বুথ, ৪৫৮টি এসএমই ইউনিট অফিস রয়েছে।