কোন দেশে কর আদায় কেমন

মনে করা হয় বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে রাজস্ব আদায় বেশি হয়। কিন্তু না, উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর আদায় হয় ডেনমার্কে। দেশটিতে যে পরিমাণ কর আদায় হয়, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫০ দশমিক ৯ শতাংশ।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠনের (ওইসিডি) তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্তর্ভুক্ত ৩৪টি দেশের ২০১৪ সালের গড় রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরেছে সিএনএন মানি।
ওইসিডির তথ্যে দেখা যায়, দেশগুলোর মধ্যে সবচেয়ে কম কর আদায় করা হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে জিডিপির ২৬ শতাংশ কর আদায় করা হয়। এর কারণ হচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার জনগণের কাছ থেকে প্রত্যক্ষ কর আদায় করে না। তবে রাজ্যের বিভিন্ন পর্যায়ে খুচরা বিক্রির ওপর কর আদায় করা হয়ে থাকে।
সবেচয়ে কম কর আদায় করা হয় মেক্সিকোতে। দেশটিতে জিডিপির ১৯ দশমিক ৫ শতাংশ কর আদায় করা হয়।
বেশি কর আদায়ের ভিত্তিতে ওইসিডিভুক্ত দেশগুলোর ক্রম হলো : ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ফিনল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া, জার্মানি, গ্রিস, পর্তুগাল, চেক রিপাবলিক, স্পেন, এস্তোনিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, পোল্যান্ড, ইসরায়েল, স্লোভাক রিপাবলিক, কানাডা, জাপান, আয়ারল্যান্ড, তুর্কি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চিলি ও মেক্সিকো।