২০ বছর পর কোটিপতিরা আর তেমন ধনী থাকেন না!

যিনি বর্তমানে ধনকুবের, সব সময় তিনি এমন ধনী থাকবেন না। ২০ বছর আগে বিশ্বের যেসব পরিবার ধনাঢ্য ছিল, বিভিন্ন কারণে এখন তাঁরা তাঁদের সম্পদ একই অবস্থায় ধরে রাখতে পারেননি। তবে নতুন ধনকুবের তাঁদের স্থান দখল করছেন।
সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবিএস গ্রুপ এজি ও বহুজাতিক পেশাদারি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) যৌথ সমীক্ষায় এ তথ্য পেয়েছে বলে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে তুলে ধরেছে।
১৯৯৫ সাল থেকে বর্তমান পর্যন্ত এক হাজার ৩০০ জন ধনকুবেরের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য যাচাই করেছে ইউবিএস ও পিডব্লিউসি।
ইউবিএস ও পিডব্লিউসির বরাত দিয়ে ব্লুমবার্গের অনলাইনে স্থানীয় সময় গতকাল এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৫ সালে বিশ্বের ধনকুবেরদের অর্ধেক অথবা ৫৬ শতাংশের ১০০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ ছিল। তবে ২০১৪ সালে তাঁরা আগের অবস্থা ধরে রাখতে পারেননি।
পিডব্লিউসির সমীক্ষার জ্যেষ্ঠ অংশীদার মাইকেল স্পেল্যাসি বলেন, ধনাঢ্যতা টলায়মান, খুবই টলায়মান।
১৯৯৫ সালের ২৮৯ জন ধনকুবেরের মধ্যে বর্তমানে ১২৬ জন টিকে আছেন। প্রাচুর্য একই অবস্থায় ধরে রাখতে পারেননি ১৬৩ জন। এর মধ্যে ২৪ জনের সম্পদ পরিবারের সদস্যদের মধ্যে ভাগ হয়ে গেছে, ৬৬ জন মৃত্যু ও কর পরিশোধের সম্পদ খুইয়েছে এবং ৭৩ জন ব্যবসায় ব্যর্থ ও বিভিন্ন কারণে সম্পদ ধরে রাখতে পারেননি।
ইউবিএস ও পিডব্লিউসির সমীক্ষায় নেওয়া এক হাজার ৩০০ ধনকুবেরের মধ্যে এক হাজার নতুন মুখ বর্তমানে পুরোনোদের জায়গা দখল করে নিয়েছে। গত দুই দশক ধরে নতুনদের বেশির ভাগই অর্থায়ন, প্রযুক্তি, ভোগ্যপণ্য ও খুচরা বিক্রি খাতে নিজের জায়গা করে নিয়েছেন।