চাওয়ার চেয়ে বেশি টাকা দিচ্ছে এটিএম!

ছবি : এনডিটিভি
ভাবুন তো, আপনি টাকা তোলার জন্য কোনো এটিএম বুথে গেলেন। কার্ড ঢোকালেন। টাকার একটি পরিমাণ লিখে বোতাম চাপলেন। কিন্তু যে পরিমাণ টাকা আপনি চেয়েছিলেন, পেলেন তার চেয়েও অনেক বেশি! অসম্ভব মনে হলেও এটি সম্ভব এবং এমনটি ঘটছেও।
ভারতের এক্সিস ব্যাংক গতকাল বুধবার জানায়, রাজস্থানে তাদের একটি বুথ থেকে গ্রাহকরা এ রকম বেশি অর্থ পেয়েছেন। বুথে অনেক বেশি পরিমাণে অর্থ লোড করায় এমনটি ঘটেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক্সিস ব্যাংকের ওই বুথটির অবস্থান রাজস্থানের সিকর এলাকায়। সেখান থেকে অনেক গ্রাহক যে পরিমাণ অর্থ চেয়েছিলেন, তার চেয়ে বেশি পেয়েছেন।
এক্সিস ব্যাংক এক বিবৃতিতে বলেছে, এমন ঘটনার জন্য কোনো গ্রাহক বা ব্যাংককে কোনো ধরনের ক্ষতির মুখে পড়তে হবে না।