ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের

কাস্টমস কর্মকর্তারা ভ্যাট আহরণের নামে অহেতুক হয়রানি করেন বলে অভিযোগ করেছেন খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদ। এ জন্য আজ শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানান তাঁরা।
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ভ্যাট কর্মকর্তারা ঘুষ দাবি করে ব্যবসায়ীদের নাজেহাল করছেন অভিযোগ করে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সেলিম লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘ভ্যাট কর্মকর্তারা ব্যবসায়ীদের রাস্তায় নামানোর পরিকল্পনা করছেন। তাঁদের দাবি না মেটানো হলে মামলা করার হুমকি দেন। অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। তবে আমরা ব্যবসায়ীরা নিয়মের মধ্যে থেকে ভ্যাট দিয়ে থাকি।’
ব্যবসায়ী নেতারা বলেন, ভ্যাট কর্মকর্তা কর্তৃক ব্যবসায়ীদের হয়রানির ঘটনা খুলনা চেম্বার অব কমার্স এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমানকে জানানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।