টাকা দ্বিগুণ করবেন যেভাবে

কোথাও বিনিয়োগ করেছেন, প্রতিবছর সেই খাত থেকে কিছু আয় করছেন। আপনি এখন আপনার মূলধন দ্বিগুণ করতে চান। কিন্তু হচ্ছে না। এ ক্ষেত্রে ‘রুল অব ৭২’ সূত্রটি আপনার কাজে দেবে।
বিনিয়োগ থেকে বার্ষিক যে হারে মুনাফা আসে তা দিয়ে ৭২ (লব)-কে ভাগ দিলে পাওয়া যাবে কত বছরে আপনার টাকা দ্বিগুণ হবে।
ধরুন, নির্দিষ্ট বিনিয়োগ থেকে বার্ষিক ১০ শতাংশ মুনাফা পাওয়া গেছে। ৭২-কে ১০ দিয়ে ভাগ দিলে ফল আসবে সাত দশমিক দুই। অর্থাৎ আপনার বিনিয়োগের টাকা দ্বিগুণ হতে সাত বছর দুই মাস সময় লাগবে।
অতএব, কম সময়ে বিনিয়োগের টাকা দ্বিগুণ করতে হলে বেশি মুনাফা করতে হবে। যত দ্রুত মুনাফার হার বাড়বে, তত দ্রুত আপনার টাকা দ্বিগুণ হবে।
এনডিটিভির (প্রফিট) এক প্রতিবেদনে আজ শনিবার ‘রুল অব ৭২’ সূত্রটির কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিনিয়োগকারী হিসেবে আপনার টাকা দ্বিগুণ করতে চাইলে এই সূত্রটি ব্যবহার করতে পারেন।
৭২-এর সূত্রটি ব্যবহার করে দেখা যায়, যদি নির্দিষ্ট বিনিয়োগ থেকে বার্ষিক ১৫ শতাংশ মুনাফা আসে তাহলে পাঁচ বছরের কম সময়ে বিনিয়োগের টাকা দ্বিগুণ হবে।