সৌদিতে নয় মাসে জখম ৫০ হাজার শ্রমিক

সৌদি আরবে চলতি বছরের প্রথম নয় মাসে কর্মক্ষেত্রে জখম হয়েছেন ৫০ হাজার শ্রমিক। এর মধ্যে ৩০০ সৌদি নাগরিক রয়েছেন।
সৌদি আরবের সামাজিক বিমা সংস্থা জিওএসআই-এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। জিওএসআইয়ের তত্ত্বাবধানে আছে সরকার, নিয়োগকারী প্রতিষ্ঠান ও বিমাকর্মীদের নিয়ে গঠিত ১১ সদস্যের একটি পর্ষদ।
আরব নিউজের খবরে বলা হয়, চলতি বছরে বড় ধরনের আঘাত পাওয়া বা জখম হওয়া মোট সংখ্যার ৯৫ শতাংশই সৌদির নাগরিক নন। শুধু পুরুষরাই আঘাত পাননি, এর মধ্যে নারীরাও রয়েছেন। আঘাত পাওয়া নারীর সংখ্যা ৫৩৩।
জিওএসআই জানিয়েছে, ১৯৭৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত জখম শ্রমিকদের ১১ হাজার ৪০০ কোটি সৌদি রিয়াল ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৫ সালের প্রথম নয় মাসে সৌদির অবকাঠামো নির্মাণ খাতে ১৭ শতাংশ জখম হয়েছেন। আর বাণিজ্য কার্যক্রম খাতে নয় হাজার ৬৯০ জন ও উৎপাদন খাতে সাত হাজার ৪২০ জন আঘাত পান। কৃষি খাতে কাজ করার সময় ৩০১ জন আঘাত পান।
বেশি জখমের ঘটনা ঘটে মক্কা অঞ্চলে। এ অঞ্চলে ২০ হাজার ৮৭৭ জন আঘাত পান। আর দেশটির পূর্বাঞ্চলে ১২ হাজার ৭৬৮টি ঘটনা ঘটে। রিয়াদে এর সংখ্যা ১১ হাজার ৯৮৬টি। আঘাত পাওয়া ব্যক্তিদের বয়স ২৫ থেকে ২৯ বছরের মধ্যে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরে সৌদি আরবে কর্মক্ষেত্রে জখম হওয়ার ঘটনা দাঁড়িয়েছে আট লাখ তিন হাজার।