মূল্যস্ফীতি বেড়েছে

দেশের সার্বিক মূল্যস্ফীতি হার (পয়েন্ট টু পয়েন্ট) গত ডিসেম্বরে দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশে। গত নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৪৯ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মূল্যস্ফীতির হার সাধারণ, খাদ্য ও খাদ্যবহির্ভূত—এ তিনটি ভাগে আলাদাভাবে প্রাক্কলন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০১৫ সালের ডিসেম্বরে খাদ্য ও খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যাথাক্রমে ৫ দশমিক ৪৮ শতাংশ ও ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। তবে নভেম্বরে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার যথাক্রমে ৫ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৫৬ শতাংশ।
গ্রামীণ পর্যায়ে গত ডিসেম্বরে সাধারণ মূল্যস্ফীতি (পিটুপি) হয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ। নভেম্বরে এর হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। গ্রামীণ পর্যায়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৪ দশমিক ৭৬ শতাংশ ও ৭ দশমিক ১০ শতাংশ।