এনার্জিপ্যাক পাওয়ারের আইপিও অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকায় শেয়ার ইস্যু করবে এনার্জিপ্যাক পাওয়ার। প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে এক কোটি ৬৭ লাখ ৩০ হাজার ২০০টি সাধারণ শেয়ার ছেড়ে ৪১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকা সংগ্রহ করবে।
শেয়ারবাজার থেকে সংগ্রহ করা টাকা দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে ।
নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, গত পাঁচ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে দুই টাকা ৯১ পয়সা। ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ১৩ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।