সৌদিতে পানি ও বিদ্যুৎ ব্যবহারে ব্যয় বাড়ল

সৌদি আরবে বসবাসকারীদের এখন থেকে পানি ও বিদ্যুৎ ব্যবহারে বাড়তি অর্থ খরচ করতে হবে। দুই সপ্তাহ আগে দেশটির পানি ও বিদ্যুৎমন্ত্রী আবদুল্লাহ আল-হুসেইন এসব পণ্যের ওপর নতুন শুল্ক ঘোষণা দেন। আজ সোমবার থেকে বিষয়টি কার্যকর হচ্ছে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে এখন থেকে প্রতি মাসে পানি ও বিদ্যুতের বিল দিতে হবে। তবে আগে প্রতি তিন মাস অন্তর এই বিল দিতে হতো।
প্রতিবেদনে বলা হয়, নতুন শুল্কের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সৌদি পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। সেখানে নতুন বিলের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হবে, যাতে সৌদিতে বসবাসকারীরা তাঁদের খরচ কমাতে পারেন।
নতুন শুল্কনীতি অনুযায়ী, সৌদিতে প্রতি কিউবিক মিটার পানি খরচে দশমিক ১৫ হালালা (১০০ হালালা = ১ রিয়াল) দিতে হবে। তবে মোট খরচের এক-তৃতীয়াংশ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হবে।
সৌদিতে এখন থেকে যাঁরা বেশি পানি ব্যবহার করবেন, তাঁদের বেশি রিয়াল খরচ করতে হবে। প্রতিদিন ৩০ কিউবিক মিটারের চেয়ে কম পানি ব্যবহার প্রতিদিন এক রিয়াল (২১ টাকা) বিল দিতে হবে। তবে এ ক্ষেত্রে প্রতি মাসে ২৪ রিয়াল খরচ হবে।