বেসিকের তিন কর্মকর্তা রিমান্ডে

দুই হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মামলায় বেসিক ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এক ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ঋত্বিক শাহ আসামিদের হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান বেসিক ব্যাংকের ডিএমডি ফজলুস সোবহানকে গুলশান ও মতিঝিল থানার দুই মামলায় তিনদিন করে ছয়দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শিপার আহমেদকে গুলশান থানার মামলায় তিনদিন এবং মতিঝিল থানার মামলায় মো. সেলিমকে তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের নিবন্ধন শাখার (জিআর) একটি সূত্র জানায়, এ সময় আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দেন আদালত।
মামলার নথি হতে জানা যায়, প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযাগে তিনজনের বিরুদ্ধে মামলাগুলো হয়। গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মোট ১৫৬ জনের বিরুদ্ধে পৃথক ৫৬টি মামলা করে দুদক। মামলাগুলোর এজাহারে ঋণ জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার ওই ব্যাংক কর্মকর্তাদের প্রধান ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে।