মুসলমানরা ইরানি পণ্য বর্জন করুন

সৌদি নাগরিক ও মুসলমানদের ইরানি পণ্য বর্জন করতে বলেছেন দেশটির জনপ্রিয় আলেম ও টেলিভিশনের উপস্থাপক মহসিন শেখ আল-হাসান। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
আল-হাসান বলেন, ‘খাবার, কাপড়, শাকসবজি, সেবাসহ সব ধরনের ইরানি পণ্য বর্জন করতে আমি সব সৌদি ও মুসলমানদের আহ্বান করছি।’
আজ মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ‘আরব দুনিয়া’র দেশগুলোকে বিদেশি নীতির ক্ষেত্রে ইরানের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানান। এ ঘোষণার পর সোমবার সৌদি আলেম ইরানের পণ্য বর্জনের আহ্বান জানালেন।
আল-হাসান বলেন, ইরানের সঙ্গে আরব দুনিয়ার দেশগুলোর এত দিন ভালো সম্পর্ক থাকলেও দেশটির তা রক্ষায় কিছু করেনি; বরং সংযুক্ত আরব আমিরাতের তিনটি দ্বীপ ইরান দখল করে নিয়েছে।
চলতি বছরের ২ জানুয়ারি সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের বিশিষ্ট আলেম শেখ নিমর আল-নিমরসহ ৮৭ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে শিরচ্ছেদ করে সৌদি। এ ঘটনার পরের দিন ৩ জানুয়ারি ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলার ঘটনা ঘটে।
দূতাবাসে হামলার জেরে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করে সৌদি। পরে একে একে সুদান, বাহরাইন, কাতার দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।