বর্জ্য শোধনাগার না থাকলে কারখানা বন্ধ হবে

রাজধানীর নদীগুলোর পার্শ্ববর্তী কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি) না থাকলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ বুধবার সচিবালয়ে নদী দখল ও দূষণ রোধ-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী।
শাজাহান খান বলেন, ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদের পার্শ্ববর্তী যেসব শিল্পকারখানা আছে, সেগুলোতে ইটিপি বন্ধ থাকলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। আর যেগুলোতে ইটিপি নেই, সেগুলোতে দ্রুত তা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, নদীর দখল ও দূষণ রোধে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রচার ও অভিযান চালানো হবে।
রাজধানীর আশপাশের নদীগুলো দূষণের জন্য চামড়াশিল্প প্রতিষ্ঠানগুলো অনেকাংশে দায়ী বলে জানান শাজাহান খান। তিনি বলেন, চামড়াশিল্প প্রতিষ্ঠানগুলোকে রাজধানী থেকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। এবার এ নির্দেশ কার্যকরের চূড়ান্ত সময় বেঁধে দিতে শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।