ছুটির দিনে সরগরম বাণিজ্য মেলা

ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সরগরম। শুধু কেনা কাটাই নয় পরিবার-পরিজন নিয়ে মেলায় আসা মানুষের এ যেন বিনোদনেরও অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। মেলা শেষ হতে বাকি আর মাত্র দুদিন। শেষ সময়ে মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের ওপর বিশাল ছাড়ের আকর্ষণ। দামে ছাড় পাওয়ায় ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়ছেন সেসব দোকানে।
দেখলে মনে হতে পারে এ হাজারো মানুষের ছুটে চলা যেন কোনো মিছিল কিংবা জনসভায়। কিন্তু আসলে সবাই ছুটছে বাণিজ্য মেলায়। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরে বেড়ানোই যেন অন্যতম বিনোদন। টুকিটাকি কেনাকাটা তো থাকছেই।
যাঁরা একবারও আসেননি, ছুটি পেয়ে তাঁরাও উপস্থিত আজ। শেষ দিকে এসে ক্রেতাদের টানতে দোকানে দোকানে চলছে মূল্যছাড়, নানা আকর্ষণ আর উপহারের হাতছানি। অল্প লাভে পণ্য বিক্রি করে দিতে পারলেই যেন মুক্তি বিক্রেতাদের।
মেলায় মানুষের ভিড় এতই যে পুরো শেরেবাংলা নগর এলাকাজুড়েই ধীরগতি। জনজটের সঙ্গে আছে যানজট। কেউ দেখছেন, কেউ বা ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ কেউ ব্যস্ত ছবি তুলতে। একপ্রান্ত থেকে মেলার অন্যপ্রান্ত পর্যন্ত মানুষের ছুটে চলার যেন বিরাম নেই। তবে বেশির ভাগে চোখই মূল্যছাড়ের দিকে।