চট্টগ্রামে বিশ্ব বাণিজ্যকেন্দ্রের উদ্বোধন আজ

চট্টগ্রামে নির্মিত দেশের প্রথম বিশ্ব বাণিজ্যকেন্দ্র (ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) উদ্বোধন করা হবে আজ শনিবার। বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভবন উদ্বোধন করবেন।
উদ্যোক্তারা জানিয়েছেন, ভবন উদ্বোধনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।
আজ বেলা ১১টায় চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নবম টাইগার পুনর্মিলনী ২০১৬-তে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তিনি বিকেল ৩টায় নগরীর অক্সিজেন মোড়ে বঙ্গবন্ধুর মুরালসহ কয়েকটি প্রকল্প উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় নগরীর আগ্রাবাদে বিশ্ব বাণিজ্যকেন্দ্র উদ্বোধন করবেন তিনি।
আগ্রাবাদে ৭৪ কাঠা জমির ওপর ২০০ কোটি টাকা ব্যয়ে ২৪ তলাবিশিষ্ট বিশ্ব বাণিজ্যকেন্দ্র নির্মাণ কাজ শুরু হয় ২০০৬ সালে। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নিজস্ব অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে।
উদ্যোক্তারা মনে করছেন, এ বিশ্ব বাণিজ্যকেন্দ্র দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। এর মাধ্যমে দেশের সব ব্যবসায়ীকে এক ছাতার নিচে নিয়ে আসা সম্ভব হবে। এতে বিদেশিদের কাছে দেশের রপ্তানিযোগ্য পণ্য প্রচারে বড় সুযোগ সৃষ্টি হবে।
বর্তমানে বিশ্বে ৩২৯টি বিশ্ব বাণিজ্যকেন্দ্র রয়েছে। ২০০৪ সালে বিশ্ব বাণিজ্যকেন্দ্র সমিতির সদস্য হয় চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।