অস্ত্র বিক্রি নিষিদ্ধ করছে ফেসবুক

ফেসবুক কর্তৃপক্ষ তাদের সাইটে ব্যক্তিগত অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নীতিমালায় এ ধরনের ঘোষণা আসবে।
সম্প্রতি সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তাদের সাইটে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে ফেসবুকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৫৯ কোটি ছাড়িয়েছে। এরই মধ্যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে গাঁজা, ওষুধজাতীয় পণ্য ও মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
ফেসবুকের পণ্যনীতি বিভাগের প্রধান মনিকা বিকার্ট সিএনএনকে বলেন, বিভিন্ন পণ্যের ক্রয়-বিক্রয়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা গত দুই বছরে বেড়েছে।
মনিকা বলেন, নতুন নীতিমালা হওয়ার পরপরই ফেসবুক সাইটে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা হবে। এ ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় এ-সংশ্লিষ্ট পোস্টগুলো মুছে ফেলা হবে। এ জন্য বিশেষ অভিযান চালানো হবে।
তবে লাইসেন্সধারী অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে পোস্ট দিতে পারবে এবং সেবা সম্পর্কে তথ্য জানাতে পারবে।