অবকাঠামো উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি

দ্রুততর প্রবৃদ্ধি অর্জনে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির বাধা হিসেবে অবকাঠামোগত দুর্বলতাও দায়ী। এ জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। দেশের বিপুল জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন।
আজ বৃহস্পতিবার জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিল গঠনবিষয়ক এক কর্মশালায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিল গঠন করা হচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অর্থনৈতিক অগ্রগতিতে বাধা হিসেবে অবকাঠামোর দুর্বলতাকেও দায়ী করেন অর্থমন্ত্রী। তবে তিনি বলেন, এ সমস্যা শুধু বাংলাদেশের নয়, পর্যাপ্ত অবকাঠামোর অভাবে ভুগছে সমগ্র এশিয়ার অর্থনীতি। অবকাঠামোর উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি।