যোগগুরু এখন বিজ্ঞাপনের 'বড় বাবা'

ভারতের যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড দেশটির ভোগ্যপণ্যের বাজারে বেশ সুনাম কুঁড়িয়েছে। দ্রুত চলমান ভোগ্যপণ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠান দেশটির টিভিগুলোর বিজ্ঞাপনদাতা হিসেবেও বড় অবদান রাখছে।
আজ শনিবার ভারতের সংবাদপত্র ইকোনমিকস টাইমসের অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের পণ্যের বিজ্ঞাপন ভারতের টিভিগুলোতে সবচেয়ে বেশি সময় দেখানো হয়েছে।
ভারতের সম্প্রচার গবেষণা প্রতিষ্ঠান ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (বার্ক) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দর্শকরা গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত দেশটির জাতীয় ও রাজ্য পর্যায়ের ৪৫০টি চ্যনেলের মধ্যমে প্রায় ১৭ হাজার বার পতঞ্জলির পণ্যের বিজ্ঞাপন দেখেছে। তবে এ সময়ে টিভিতে বহুল প্রচারিত ক্যাডবেরি ব্র্যান্ডের পণ্যের বাণিজ্যিক বিজ্ঞাপন দেখানো হয়েছে ১৬ হাজারবার।
প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় ও রাজ্য পর্যায়ের টিভি চ্যানেলগুলোতে সবচেয়ে বেশি বার দেখানো হয়েছে পতঞ্জলি ব্র্যান্ডের পণ্যের বিজ্ঞপন। আর এই বিজ্ঞাপনের জন্য কোম্পানিটি প্রায় ৩০০ কোটি টাকা খরচ করেছে।
বার্কের তথ্য মতে, এক সপ্তাহের ব্যবধানে টিভিতে বাণিজ্যিক বিজ্ঞাপনের ক্ষেত্রে ছয়টি জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পতঞ্জলি। এরপর রয়েছে ক্যাডবেরি, পারলে জি, হরলিকস ও পন্ডস।
পতঞ্জলির পণ্যের দ্রুত বিপণন প্রসঙ্গে রামদেব বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের ভোগ্যপণ্যের বাজারে সবচেয়ে বেশি বিস্তার করবে পতঞ্জলির পণ্য। পতঞ্জলির ৩০টি শক্তিশালী পণ্য রয়েছে। এর মধ্যে অন্তত সাতটি পণ্য বাজারে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারবে।