হিলি স্থলবন্দর ব্যবহারকারীদের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক
দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম ও সমস্যা চিহ্নিত করতে বন্দর-সংশ্লিষ্ট ও ব্যবহারকারীদের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইর একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।
গতকাল শনিবার দুপুরে বন্দরের পানামা হিলি পোর্টে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্টের চেয়ারম্যান আবদুল ওয়াহেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রফিকুল ইসলাম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল হাকীম মণ্ডল, বন্দরের কাস্টমস সহকারী কমিশনার তাহেরুল আলম চৌধুরী, ভারতের মালদা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা, ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক আগারওয়াল, সংগঠনের সেক্রেটারি অশোক কুমার মণ্ডল, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আজিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন-অর রশিদ, সাবেক পৌর মেয়র ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন রাজ, পানামা পোর্টের সহব্যবস্থাপক এস এম হায়দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীনুর রেজা শাহীন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ ও মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী।
বৈঠক প্রসঙ্গে বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ বলেন, হিলি স্থলবন্দরের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়েছে। বন্দরের সমস্যা চিহ্নিত করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে।