তিন বছরের মধ্যে সর্বনিম্ন চীনের বৈদেশিক মুদ্রার মজুদ

২০১২ সালের পর গত জানুয়ারিতে চীনের বৈদেশিক মুদ্রার মজুদ (রিজার্ভ) সবচেয়ে কম হয়েছে। গত মাসে রিজার্ভ আগের মাসের চেয়ে নয় হাজার ৯৫০ কোটি ডলার কমে দাঁড়ায় ৩২ হাজার ৩০০ কোটি ডলার।
পিপলস ব্যাংক অব চায়না স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করেছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ডলারের বিপরীতে ইউয়ানের মূল্য পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এ কারণে বৈদেশিক মুদ্রার মজুদে ঘাটতি পড়েছে।
তবে এর আগে ব্লুমবার্গের এক পূর্বাভাসে বলা হয়, গত মাসে চীনের বৈদেশিক মুদ্রার মজুদ ১২ হাজার কোটি ডলার কমবে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশটির বৈদেশিক মুদ্রার মজুদ ২০১৫ সালে ঋণাত্মক ছিল। এটি স্মরণকালে প্রথমবারের মতো বার্ষিক পতন।
চীনের অর্থনীতির শ্লথ গতি থাকায় ইউয়ানের দুর্বল নীতিতে চলছেন দেশটির নীতিনির্ধারকরা। আর এই নীতি দেশটির রপ্তানি আয় বাড়তে সাহায্য করছে। এতে অপ্রত্যাশিতভাবেই গত ডিসেম্বরে দেশটির রপ্তানি আয় বাড়ে।