ভারতে বেশি মজুরি তথ্যপ্রযুক্তি খাতে

ভারতে সবচেয়ে বেশি মজুরি পান তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরা। এ খাতের কর্মীরা গড়ে কর্মঘণ্টায় ৩৪৬ রুপি বা ৪১৮ টাকা প্রকৃত মজুরি পান। তবে দেশটির উৎপাদনের সঙ্গে যুক্ত কর্মীরা ঘণ্টায় ৩০৭ টাকা (এক রুপি = ১.২১ টাকা) মজুরি পান।
মনস্টার স্যালারি ইনডেক্সের (এমএসআই) তথ্যের বরাত দিয়ে এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরা সবচেয়ে বেশি মজুরি পান। তবে প্রাপ্ত মজুরি নিয়ে এ খাতের ৫৭ দশমিক ৪ শতাংশ কর্মী সন্তুষ্ট। বাকিরা অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মজুরি বেশি পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থান ব্যাংকিং, আর্থিক সেবা ও বিমা খাতের কর্মীদের। প্রতি কর্মঘণ্টায় তাদের গড় প্রকৃত মজুরি ৩০০ রুপি বা ৩৩৬ টাকা।
ভারতে ১৬-১৭ বছর ধরে যাঁরা শিক্ষকতা করছেন, তাঁরাও উচ্চ পারিশ্রমিক পেয়ে থাকেন।
ভারতের মনস্টার ডটকমের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় মোদি বলেন, ভারতের তথ্যপ্রযুক্তি ও আর্থিক খাতের কর্মীরা সব সময়ই উচ্চ মজুরি পেয়ে থাকেন। কিন্তু এ দুই খাতের অর্ধেক কর্মী কেবল প্রাপ্ত মজুরি নিয়ে সন্তুষ্ট।
প্রতিবেদনে বলা হয়, মোদি সরকার দেশটির বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প গ্রহণ করেছে। তবে উৎপাদন খাতের কর্মীরা দেশটিতে সবচেয়ে কম মজুরি পান।
দেশটির অর্থনীতির অন্যান্য খাতের কর্মীরা প্রতি ঘণ্টায় গড়ে প্রকৃত যে মজুরি পান, তার চেয়ে প্রায় ৯ শতাংশ কম পারিশ্রমিক পান উৎপাদন খাতের কর্মীরা।
মনস্টার ইনডেক্সের তথ্যমতে, ভারতের দেশীয় উৎপাদন খাতের কোম্পানির সঙ্গে যুক্ত থাকা একজন কর্মী স্নাতকোত্তর হলেও তাঁকে প্রতি ঘণ্টায় গড় প্রকৃত মজুরি দেওয়া হয় ২৬০ রুপি। তবে উৎপাদন খাতের বিদেশি কোম্পানির কর্মী সেই তুলনায় দ্বিগুণ মজুরি পান।