সৌদি কোম্পানির বিরুদ্ধে হাজার শ্রমিকের বিক্ষোভ

সৌদি আরবের জেদ্দায় নির্মাণ খাতের একটি কোম্পানি ছয় মাস ধরে শ্রমিকদের মজুরি দেয়নি। প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের এক হাজারের বেশি শ্রমিক বিক্ষোভ করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রধান গেটে বিক্ষোভ করার সময় প্রতিষ্ঠানের কর্মীদের মারধর করেন শ্রমিকরা। এ সময় প্রতিষ্ঠানের ভবনে ভাঙচুর চালানো হয়।
প্রতিষ্ঠানটির শ্রমিক আহমাদ সলিম বলেন, তাঁরা ছয় মাস ধরে কোনো মজুরি পান না। এর মধ্যে সৌদি ও বিদেশি শ্রমিক রয়েছেন।
খালিদ আল-জাহনি নামের অন্য এক শ্রমিক বলেন, প্রতিষ্ঠানটি গত দুই সপ্তাহের মধ্যে সব মজুরি দিয়ে দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত কিছুই দেয়নি।
প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হচ্ছে। অথচ পাচ্ছেন না কোনো মজুরি। বিষয়টির উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন মোহাম্মাদ নুর আল-দিন নামের এক শ্রমিক। তিনি বলেন, কোনো মজুরি না দিয়েই ছয় মাস ধরে প্রতিষ্ঠানটি তাঁদের খাটিয়েছে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খেল। তিনি বলেন, অনেকেই ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করেছে। প্রতিষ্ঠানটি কোনো মজুরি দিতে কোনো ব্যবস্থা নিচ্ছে না।