আবারও আইএমএফের প্রধান নির্বাচিত হলেন লাগার্দে

দ্বিতীয় মেয়াদের জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিস্টিন লাগার্দে। রয়টার্সের পুরোনো ছবি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক পদে পুনর্নিবাচিত হয়েছেন ক্রিস্টিনা লাগার্দে। দ্বিতীয় মেয়াদে আরো পাঁচ বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।
শুক্রবার আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, ঐকমত্যের ভিত্তিতে আরো পাঁচ বছরের জন্য সংস্থার প্রধান হিসেবে লাগার্দে নির্বাচিত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ জুলাই থেকে ক্রিস্টিন লাগার্দে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব নেবেন।
সাবেক ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্দের সামনে এবার কোনো জোরালো প্রতিদ্বন্দ্বী ছিল না। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি তাঁর প্রতি জোর সমর্থন দেয়।
৬০ বছর বয়সী লাগার্দে ২০১১ সালে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন।