খাদ্য সরবরাহ জোরদারে বিএবির কর্মশালা আজ
বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্যের গুণগতমান আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে বিদ্যমান খাদ্য পরীক্ষাগারগুলোর আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে করণীয় নির্ধারণের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আজ সোমবার এক কর্মশালার আয়োজন করেছে। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বিদ্যুৎ ভবনের ১৫তম তলায় মুক্তিহলে ‘বাংলাদেশের খাদ্য পরীক্ষাগার সম্পর্কিত কর্মশালা’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিকেল ৩টায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
কর্মশালায় খাদ্য পরীক্ষাগার, গবেষণাগার, মানবিষয়ক নীতি নির্ধারক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ দুই শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। তারা দিনব্যাপী বিভিন্ন কারিগরি অধিবেশনে দেশের খাদ্য পরীক্ষাগার ও গবেষণাগারগুলোর সক্ষমতা ও দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি এগুলোকে আন্তর্জাতিকমানে উন্নীত করার কর্মকৌশল নির্ধারণ করবেন। এর ফলে বাংলাদেশে নিরাপদ খাদ্যের সরবরাহ বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।