রিং রোডে গ্রামীণ ইউনিক্লো আউটলেট চালু

রাজধানীর মোহাম্মদপুরে রিং রোডে গ্রামীণ ইউনিক্লোর আউটলেট চালু হয়েছে। কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাপানের শীর্ষ ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ নামে যাত্রা শুরু করে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে। ২০১১ সালে গ্রামীণ ইউনিক্লো ব্র্যান্ড নামে ব্যবসা শুরু হয়। ২০১৩ সালে ঢাকায় প্রথম স্টোর স্থাপন করা হয়। প্রতিনিয়ত নতুন নতুন স্টোর চালুর করার মাধ্যমে গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে।
১৯ই ফেব্রুয়ারি গ্রামীণ ইউনিক্লোর এই নতুন স্টোরের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক। এ ছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাহসান বলেন, গ্রামীণ ইউনিক্লো সামাজিক ব্যবসার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পোশাক সরবরাহ করছে। যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলো মুনাফা বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে, সেখানে গ্রামীণ ইউনিক্লো স্বল্পমূল্যে পোশাক সরবরাহ করছে। আর অর্জিত মুনাফা বাংলাদেশেই পুনর্বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছে এ প্রতিষ্ঠান।
নাজমুল হক বলেন, বাংলাদেশে আমরা সামাজিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে সামাজিক ব্যবসার প্রচেষ্টাকে আরো জোরদার করতে চেষ্টা করব।