চকলেটে প্লাস্টিক, ৫৫ দেশ থেকে পণ্য প্রত্যাহার করছে মার্স

মার্কিন চকলেট কোম্পানি মার্স ৫৫টি দেশ থেকে তাদের পণ্য প্রত্যাহার করে নিচ্ছে। চকলেট বারে প্লাস্টিক উপকরণ চিহ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিবিসির এক খবরে বলা হয়, গত জানুয়ারিতে জার্মানির এক ক্রেতা মার্সের চকলেট পণ্য স্নিকার্স বারে প্লাস্টিক উপকরণ পান। আর নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলের শহর ভেগেলে মার্সের কারখানায় চকলেট পণ্যে প্লাস্টিক পদার্থ চিহ্নিত হয়েছে। এর পর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশে মার্সের পণ্য বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে কোম্পানির সুনাম রক্ষা করতে বিভিন্ন দেশ থেকে পণ্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
নেদারল্যান্ডসে মার্সের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘শুধু স্নিকার বারেই প্লাস্টিক রয়েছে, অন্য পণ্যে তা নেই; সেটা আমরা নিশ্চিত হতে পারছি না। ফলে আমরা চাই না, আমাদের মানহীন কোনো পণ্য বাজারে থাকুক। ফলে আমরা সব ধরনের চকলেট পণ্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রতিবেদনে বলা হয়, শুধু নেদারল্যান্ডসের কারখানায় প্রস্তুত সব পণ্য প্রত্যাহার করবে মার্স। এখান থেকে ইউরোপের দেশগুলোতে পণ্য সরবরাহ করা হয়। তবে এখান থেকে যুক্তরাষ্ট্রে কোনো পণ্য যায় না।
কী পরিমাণ পণ্যে প্লাস্টিক থাকতে পারে কিংবা কী পরিমাণ পণ্য প্রত্যাহার হবে, সে বিষয়ে কিছু বলেনি কোম্পানি কর্তৃপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে মার্সের চকলেট পণ্য না খেতে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ)।
যুক্তরাজ্যের বাজারে মার্সের বিভিন্ন পণ্য বিক্রি হয়। মার্স, মিল্কিওয়ে, স্নিকার্স ও সেলিব্রেশন বিভিন্ন প্যাকেজ ও আকারের চকলেট যুক্তরাজ্যের বাজারে চলে।
বিশ্বের বৃহত্তম খাদ্যপণ্য বিক্রেতা মার্স করপোরেশনের এমঅ্যান্ডএম, গ্যালাক্সি, টুইক্স, মাল্তের্সেসসহ ২৯ ব্র্যান্ডের পণ্য রয়েছে। গত বছর মার্কিন এই প্রতিষ্ঠান তিন হাজার ৩০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে।