রেকর্ড মুনাফা করল ওয়ারেন্ট বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে

মার্কিন কোটিপতি ও বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন্ট বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকরপোরেটেড ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা বেড়েছে ৩২ শতাংশ। এটি এই প্রতিষ্ঠানের আরো একটি রেকর্ড।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, চতুর্থ প্রান্তিকে বার্কশায়ারের প্রকৃত আয় বেড়ে দাঁড়িয়েছে ৫৪৮ কোটি ডলার। আর শেয়ারপ্রতি আয় বেড়েছে তিন হাজার ৩৩৩ ডলার। এর আগের বছরের চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয় ৪১৬ কোটি ডলার ও শেয়ারপ্রতি আয় ছিল দুই হাজার ৫২৯ ডলার। স্থানীয় সময় শনিবার কোম্পানির এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে ব্লুমবার্গের বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি পরিচালন আয় দাঁড়াবে দুই হাজার ৮১৪ ডলার। কিন্তু কোম্পানির বিবৃতি অনুযায়ী এই আয় হয়েছে দুই হাজার ৮৪৩ ডলার।
বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ওয়ারেন্ট বাফেট। পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নেব্রাস্কার ওমাহার এই ব্যবসায় সংস্থার শেয়ারবাজারে এক লাখ ১০ হাজার ডলারের শেয়ার রয়েছে। এ ছাড়া বিমা, জ্বালানি, উৎপাদন, গণমাধ্যম, খুচরা বাজার ও পরিবহন খাতের ব্যবসা রয়েছে।
গত বছর ওয়ারেন্ট বাফেটের বিমা ও বিনিয়োগ খাতের মুনাফা কিছুটা কমলেও অন্য খাতগুলোর আয় স্থিতিশীল ছিল।