সৌদির ব্যক্তি প্রতিষ্ঠানে নারীকর্মী সাড়ে তিন লাখ

সৌদি আরবে ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোতে ২০১৫ সাল নাগাদ সাড়ে তিন লাখ সৌদি নারী যুক্ত হয়েছে। আর ২০১৬ সালে এই সংখ্যা সাড়ে চার লাখ ছাড়াবে বলে আশা করছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদির নারীরা কাজ পাওয়ার জন্য কারিগরি শিক্ষা গ্রহণ করছেন। কারিগরি শিক্ষাব্যবস্থার প্রসার হওয়ায় শ্রমবাজারের চাহিদামতো দক্ষ হয়ে উঠতে পারছেন নারীরা। এতে কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে।
রিয়াদে অবস্থিত একটি নকশা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক হালা হালাওয়ানি বলেন, ‘নারীদের প্রশিক্ষণ দিয়ে এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে কাজের জন্য যোগ্য হয়ে উঠতে পারে। এ জন্য আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিচ্ছি। সর্বোপরি তারা যেন পেশাদার হয়ে উঠতে পারে, সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
হালা হালাওয়ানি আরো বলেন, ‘সৌদি নারীরা যে হারে নকশা শিখছেন, তাতে আন্তর্জাতিক চাহিদা মেটানোর ক্ষেত্রে ২০২০ সালের মধ্যে বিশ্বে তৃতীয় অবস্থান নেবে সৌদি আরব।’
সম্প্রতি সৌদি শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নারীদের নিরাপত্তা দিয়ে উপযুক্ত কাজ জোগাড় করে দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। এ ক্ষেত্রে শরিয়াহ মেনেই কাজের পরিবেশ তৈরি করা হচ্ছে।