সৌদিতে মধু বলে সিরাপ বিক্রি, বন্ধ হলো কারখানা

মধুর নাম করে সিরাপ (রস) বিক্রি করায় সৌদি আরবের দক্ষিণ রিয়াদের দুই কারখানা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এ ছাড়া ওই সব কারখানা থেকে ৩০ হাজার বোতল সিরাপ জব্দ করা হয়।
স্থানীয় সময় সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুই কারখানার একটির নাম সিদরত আল-শিফা। তারা ‘আল-ওয়াদি নেক্তার’ নামে সিরাপ উৎপাদন করত। আরেকটি কারখানা ‘নেক্তার ড্রোপস’ নামে সিরাপ উৎপাদন করত। তবে দুই প্রতিষ্ঠানই স্থানীয় বাজারে মধু বলে তাদের পণ্য বিক্রি করত। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে এ দুই কারখানা বন্ধ করে দিয়েছে সৌদি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিদর্শক দল।
রিয়াদ থেকে ৮০ কিলোমিটার দূরে আল-খার্জ প্রদেশ ও আজিজিয়াহ জেলায় ওই দুই কারখানার অবস্থান। অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠান দুটি পণ্য উৎপাদন ও বিক্রি করছিল।
পরিদর্শক দল বলেছে, প্রতিষ্ঠান দুটি শুধু অনুমতিবিহীন ব্যবসাই করেনি, তারা এক পণ্যের নামে আরেক পণ্য বাজারে বিক্রি করে আসছিল।
এ ঘটনার পর দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, খাদ্যপণ্যের ভেজাল রোধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানো হবে। ভোক্তার অধিকার প্রতিষ্ঠা না হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ১৯০০ নম্বরে ফোন করে ভোক্তাকে অভিযোগ জানাতে পরামর্শ দিয়েছে।