বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৫ হাজার বই দিল বিকাশ

দেশের শীর্ষ আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সহায়তায় কক্সবাজারে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারিত হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন সম্প্রতি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রিন্সিপালদের কাছে বই তুলে দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে কক্সবাজার সিটি কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, ইসলামিয়া বালিকা কামিল মাদ্রাসা, আলমাছিয়া ফাজিল মাদ্রাসা, ছুরতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, মহেশখালী ডিগ্রি কলেজ ও রামু ডিগ্রি কলেজ।
বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের হেড অব করপোরেট অ্যাফেয়ারস সাবের শরিফ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।
স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া র্কমসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’-এ সহায়তা দেওয়ার উদ্দেশে বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৫ হাজার বই দিয়েছে বিকাশ। বিকাশের কাছ থেকে পাওয়া বইগুলো দিয়ে ৪০০টি স্কুল বা কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বছরে ১২ থেকে ১৬টি শিরোনামে বই পড়ার সুযোগ পাবে।
২০১৪ সাল থেকে বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সাথে সম্পৃক্ত রয়েছে। ২০১৪ ও ২০১৫ সালে এই কার্যক্রমের জন্য বিকাশ যথাক্রমে ৩৪ হাজার ও ৩০ হাজার বই দিয়েছে।