সৌদিতে কমেছে চাল-দুধ-চিনির দাম

সৌদি আরবে গত বছরের জানুয়ারির চেয়ে চলতি বছর একই মাসে কয়েকটি খাদ্যপণ্যের দাম ২৬ শতাংশ কমেছে। পণ্যগুলো হলো চাল, গুঁড়া দুধ, চিনি, পনির, ভেষজ তেল, হিমায়িত মুরগি ও আমদানীকৃত মাংস। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমসিআই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সরবরাহ বিপুল পরিমাণ বাড়ায় পাইকারি বাজারে খাদ্যপণ্যের দাম কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এমসিআইর তথ্যমতে, যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দেশটিতে পণ্যের সরবরাহ বেড়েছে। ভালো আবহাওয়া থাকায় উৎপাদন বাড়ায় কৃষিজাত পণ্যের সরবরাহও বেড়েছে। এখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে। সে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা রয়েছে।
দেশটির কোনো আমদানিকারক বা ব্যবসায়ী অবৈধভাবে পণ্যদ্রব্যের দাম বাড়াতে কারসাজি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এমসিআই।