চট্টগ্রামে শিক্ষার্থীদের বৃত্তি দিল ইসলামী ব্যাংক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/14/photo-1457938308.jpg)
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামের ৩৪টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ও শিক্ষাসামগ্রী তুলে দেন বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোন-প্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহ, এনায়েতবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মিসেস তাহুরীন সবুর, রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইফসুফ ও নিজামপুর কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন।
ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
ইসলামী ব্যাংক সিএসআর খাতের আওতায় ২০১৬ সালে সুবিধাবঞ্চিত এক হাজার ৫০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।
প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষকে শিক্ষিত ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্যই ব্যাংকের সিএসআর কার্যক্রম পরিচালিত হয়। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রম প্রশংসনীয়। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রক্রিয়ায় সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আমীরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্রীড়া, শিল্প-সংস্কৃতি, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।