ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এডিসন গ্রুপের অনুদান

একটি করপোরেট প্রতিষ্ঠান হিসেবে এডিসন গ্রুপ সমাজের নিকট দায়বদ্ধ। এই দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নানা সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে।
এরই অংশ হিসেবে এডিসন গ্রুপ গুলশান বনানী এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের হাতে তুলে দেওয়া হয় এই অনুদান। এ সময় উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন এডিসন ইলেক্ট্রনিকসের বিজনেস ডিরেক্টর জাফরুল আলম খান, এডিসন গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মেজর (অব.) আবদুল মালেক মিয়াজী, পিএসসি।