অর্থনীতিতে বৈষম্য ক্ষতিকর নয়

মানুষের কর্মক্ষমতা ও আয় বাড়ায় অর্থনৈতিক বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘যে লোক বেশি পরিশ্রম করে, তিনি বেশি আয় করেন। তাহলে তো বৈষম্য হবেই। অর্থনীতিতে বৈষম্য ক্ষতিকর না। আর এটা নিয়ে ভবিষ্যতে বিদ্রোহেরও আশঙ্কা নেই।’
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় একটি বাজেট প্রস্তাব দেন ইআরএফ নেতারা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে আর কোনো কমিটি গঠন করা হবে কি না—জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, আর কোনো কমিটি হবে না। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে আহ্বায়ক করে গঠিত কমিটিসহ অন্য যেসব কমিটি আছে, তাদের সুপারিশের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলবে।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় বাজেটে মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা যদি জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে দেশের উন্নয়নের চাকা ঘুরবে।’