কুয়েতের ভিসা সহজ করার আহ্বান

বাংলাদেশি কর্মীদের জন্য কুয়েতের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরো সহজ এবং দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিআই) নেতারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকায় সফররত কুয়েত চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) বাণিজ্য প্রতিনিধিদল অংশ নেয়।
কুয়েতের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কুয়েতের এই ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।
মতবিনিময় সভায় কুয়েত চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান ও কুয়েতের সাবেক বাণিজ্যমন্ত্রী আবদুল ওয়াহাব এম. আল ওয়াযানের নেতৃত্বে কুয়েতের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “বাংলাদেশি কর্মীদের জন্য কুয়েতের ভিসা পদ্ধতি সহজ করা প্রয়োজন। এ ছাড়া কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের সুযোগ পেলে উভয় দেশই লাভবান হবে। এ ছাড়া দুই দেশের ব্যবসা সম্প্রসারণে কুয়েত ও বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে ‘যৌথ বিজনেস কাউন্সিল’ গঠন প্রয়োজন।”
শফিউল ইসলাম আরো বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন, বর্ধনশীল প্রবৃদ্ধি এবং বিপুল তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী আছে।’ এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, জ্বালানি, অবকাঠামো, থিমপার্ক, ফ্যাশন শিল্প ও অন্যান্য খাতে কুয়েতের ব্যবসায়ীরা একক বা যৌথ বিনিয়োগ করতে পারেন।’
কেসিসিআইয়ের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন বাণিজ্যমন্ত্রী আবদুল ওয়াহাব এম. আল ওয়াযান বলেন, ‘বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশি ব্যবসায়ীরা কুয়েতের বাজারে আরো বেশি পরিমাণে পণ্য রপ্তানির উদ্যোগ নিতে পারে।’
কুয়েতের বিনিয়োগের বাজার উন্মুক্ত উল্লেখ করে আবদুল ওয়াহাব বলেন, ‘বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশি ব্যবসায়ীদের সে দেশে বিনিয়োগের সুযোগ আছে। এ সুযোগ কাজে লাগাতে সে দেশে বাংলাদেশিদের বিনিয়োগের এখন সুন্দর সময় বিরাজ করছে।’
এ সময় দুই দেশের ব্যবসায়ীরা উভয় দেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। সভায় দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন, প্রতিনিধিদল বিনিময় ও ব্যবসা নেটওয়ার্ক বাড়াতে এফবিসিসিআই এবং কেসিসিআই একটি ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষর করা হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশ কুয়েতে ১৭ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। কুয়েত থেকে ৮৫৯ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। বাংলাদেশ কুয়েতে মূলত কৃষিজাত পণ্য, নিটওয়্যার ও হিমায়িত খাদ্যসহ অন্যান্য পণ্য রপ্তানি করে থাকে।