পাট শ্রমিকদের বেতন দিতে বিজেএমসির জমি বিক্রি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/08/photo-1462693583.jpg)
পাট শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মালিকানাধীন রাজধানীর গুলশানের ১০ বিঘা জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এক হাজার কোটি টাকা মূল্যের এ জমি কিনবে গণপূর্ত মন্ত্রণালয়।
সচিবালয়ে আজ রোববার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
প্রতিমন্ত্রী বলেন, ‘গুলশান ২ নম্বরে ইউনাইটেড হাসপাতালের পাশে এই জমিতে এখন বিজেএমসির চেয়ারম্যানের বাসভবন ও ইতালির দূতাবাস আছে। ইতালির দূতাবাসের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। তারা এখন তাদের দূতাবাস অন্যত্র সরিয়ে নেবে। আগামী ১৫ দিনের মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে এই জমির মালিকানা হস্তান্তর করা হবে। এর আগে যাবতীয় প্রক্রিয়া শেষ করা হবে। গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের জমি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। জমির মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার কোটি টাকা।’
প্রতিমন্ত্রী বলেন, ‘জমি বেচার পুরো টাকা দিয়ে পাট শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। আর গণপূর্ত মন্ত্রণালয় এই জমির ওপর একটি অত্যাধুনিক খেলার মাঠ নির্মাণ করবে।’