শামসুল আলামিন রিহ্যাবের সভাপতি পুনর্নির্বাচিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
রিহ্যাব নির্বাচনী বোর্ড সংগঠনের সচিবালয়ে গতকাল রোববার দুই বছরের জন্য (২০১৬-২০১৮) এ কমিটি ঘোষণা করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটিতে আলমগীর শামসুল আলামিন সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নূরন নবী চৌধুরী জ্যেষ্ঠ সহসভাপতি, লিয়াকত আলী ভূঁইয়া প্রথম ও আবুল ফাতাহ মো. আহকাম উল্লাহ ইমান খান দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত আরো তিন সহসভাপতি হলেন মো. আমিন (প্রশাসন), মুহাম্মদ সোহেল রানা (অর্থ) ও মো. আবদুল কৈয়ম চৌধুরী।
নির্বাচিত পরিচালকরা হলেন—নাঈমুল হাসান, আসাদুর রহমান জোয়ার্দার, মো. আল আমিন, শহীদ রেজা, নজরুল ইসলাম, মো. শাকিল কামাল চৌধুরী, মো. জসিম উদ্দিন, মাসুদা সিদ্দিক রোজী, এস এম জাহিদুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, মো. রবিউল হাসনাত, রতন কুমার দত্ত, এ কে এম কামরুজ্জামান, এস এম হাফিজ আল আসাদ, মো. মহিউদ্দিন সিকদার, মো. জহির আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, কামাল মাহমুদ, মোহম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, এন এম নূর কুতুবুল আলম ও মোহাম্মদ ওমর ফারুক।
রিহ্যাবের তিন সদস্যের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক মোহাম্মদ আমিন হেলালী। বোর্ডের সদস্য-১ হিসেবে মিজানুর রহমান (বাবুল) ও সদস্য-২ হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ হাজি হারুন। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআইর পরিচালক নাগিবুল ইসলাম দীপু।
গত ২৫ ফেব্রুয়ারি রিহ্যাবের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর পর বিভিন্ন ধাপ অতিক্রম করে ৮ মে চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড।