এনটিভির ‘কেমন বাজেট চাই’ আজ রাত ৮টায়

জাতীয় বাজেট নিয়ে টানা নবমবারের মতো এনটিভি এবং দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান 'কেমন বাজেট চাই'।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও নিউইয়র্কের এনটিভি স্টুডিও থেকে আজ রাত ৮টা ১০ মিনিটে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এনটিভি।
২০১৬-১৭ অর্থবছরের বাজেট সামনে রেখে, জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের বিশিষ্টজনরা। আট বছর ধরে নিয়মিত এ অনুষ্ঠানের আয়োজন সম্প্রচার করে আসছে এনটিভি ও সংশ্লিষ্টরা। প্রধান ভেন্যু ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে নবমবারের এই আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় প্রস্তুতি। গত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সফলভাবেই অনুষ্ঠানটি সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাঁরা।
বাজেট নিয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানা প্রশ্নের জবাব দিতে মঞ্চে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্যানেল আলোচনায় আরো থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও এবি মির্জ্জা আজিজুল ইসলাম এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দ এবং ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চট্টগ্রামে ‘কেমন বাজেট চাই’
জাতীয় অর্থনীতিতে চট্টগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে লক্ষ্যে প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম এই আয়োজনের দ্বিতীয় ভেন্যু। আর সম্প্রতি উদ্বোধন হওয়া চট্টগ্রামের আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল র্যাডিসন ব্লু থেকে চট্টগ্রামের আমন্ত্রিত ব্যবসায়ীসহ অতিথিরা অংশ নেবেন এ আয়োজনে। সে লক্ষ্যে এখন সেখানেও চলছে শেষমুহূর্তের ব্যস্ততা।
ওদিকে প্রস্তুতি চলছে নিউইয়র্কের অস্থায়ী স্টুডিওতে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এনটিভির নিউইয়র্ক স্টুডিও থেকে অনুষ্ঠানে সরাসরি যোগ দেবেন প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ীরা।
পুরো আয়োজনটির সঞ্চালনায় থাকছেন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আজ রাত ৮টা ১০ মিনিটে শুরু হয়ে কেমন বাজেট চাই অনুষ্ঠানটি বিরতিহীনভাবে চলবে এনটিভির সাড়ে ১০টার রাতের খবরের আগ পর্যন্ত। আর দর্শক পুরো অনুষ্ঠানটিই সরাসরি দেখতে পাবেন এনটিভির পর্দায়।