বুড়িগঙ্গা পুনরুদ্ধার প্রকল্পের ব্যয় বাড়ল

ঢাকার বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পসহ মোট সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রাজধানীর শেরে বাংলানগরে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, অনুমোদিত সাতটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৩২৪ কোটি টাকা।
মন্ত্রী জানান, বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পটি আগের প্রকল্প। এ প্রকল্পের সঙ্গে সেডিমেন্ট বেসিন নির্মাণসহ কিছু সংশোধনী আনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে এখন সময় লাগবে চার বছর ছয় মাস। এতে মোট এক হাজার ১২৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আজকের একনেক সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে এক হাজার ২৫ কোটি টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত নতুন প্রকল্পগুলোর মধ্যে আরো রয়েছে মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৮১ কোটি টাকা।