আরো ১০০ কোটি টাকা ঋণ দেবে ভারত

বাংলাদেশকে আরো ১০০ কোটি টাকা (এক বিলিয়ন ডলার) ঋণসহায়তা দেবে ভারত। আজ সোমবার সকালে সচিবালয়ে ভারতের সফররত পররাষ্ট্রসচিব সুজাতা মেহতার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এটা ধারাবাহিক প্রক্রিয়া। এটি তারই অংশ। তারা আমাদের আরো এক বিলিয়ন ঋণ দেবে। আশা করি, এ প্রক্রিয়া ফলপ্রসূ হবে।’ এই অর্থ যোগাযোগ অবকাঠোমোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচ করা হতে পারে বলে জানান তিনি।
এর আগে ভারতের দেওয়া ঋণের অর্থে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এ ঋণসহায়তার ঘোষণা দেওয়া হতে পারে।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন বৈঠকে উপস্থিত ছিলেন।