অতিরিক্ত আরো ১৩ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশ সরকারকে অতিরিক্ত আরো ১৩ কোটি ডলার বা এক হাজার ২৬ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশি ও বিদেশি বিনিয়োগ টানতে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি করতে এ অর্থায়ন করা হবে। এ বিষয়ে এরই মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে আজ রোববার সকালে ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার এই চুক্তিপত্রে সই করেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এ নিয়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পে বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়ন দাঁড়াল মোট ১৭ কোটি ডলার। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশন খুবই অল্প সুদে এই ঋণ দিচ্ছে। ৩৮ বছরের জন্য এই ঋণ দেওয়া হচ্ছে। এর অন্তর্বর্তীকালীন মেয়াদ ছয় বছর। এ ক্ষেত্রে সার্ভিস চার্জ নেওয়া হবে দশমিক ৭৫ শতাংশ।
অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আকর্ষণ করা উন্নয়ন ঘটানো সম্ভব হবে। গত দুই বছরে এ ধরনের অতিরিক্ত অর্থায়ন ১৬টি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক স্থাপন ও এ-সংলগ্ন উন্নয়নকাজ সম্পন্ন করা গেছে। আগামী দিনে আরো ৩৩টি অর্থনৈতিক অঞ্চল ও পার্ক গড়ে উঠবে।