বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী হংকং

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরীতে পরিণত হয়েছে হংকং। এর আগে টানা তিনবার অ্যাঙ্গোলার রাজধানী লয়ানডা সবচেয়ে ব্যয়বহুল ছিল। হংকংয়ের ডলার আগের চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় এমনটি হয়েছে। ফলে নগরীটিতে এখন থেকে বিদেশিদের বেশি খরচ করতে হবে।
মানবসম্পদবিষয়ক বিশ্বের বৃহত্তম পরামর্শক প্রতিষ্ঠান মার্সার তাদের ২০১৬ সালের বার্ষিক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
টাইমস অব ইন্ডিয়ার আজ বুধবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মার্সালের সমীক্ষায় বিশ্বের ২০০টি নগরীর ২০০টি সেবা ও পণ্যের দামের তুলনা করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আবাসন, খাদ্য, পরিবহন ও বিনোদন। সমীক্ষায় নিউইয়র্ককে ভিত্তিস্থল হিসেবে ধরা হয়েছে। আর ভিত্তিমুদ্রা হিসেবে ডলারের মান তুলনা করা হয়েছে। এ ক্ষেত্রে হংকংয়ে জীবনযাপন সবচেয়ে ব্যয়বহুল হিসেবে মূল্যায়ন করা হয়েছে। মার্সার ফ্রান্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রুনো রোকুইমন্ট এএফপিকে জানিয়েছেন, দ্রব্যমূল্য বিশ্বের সব জায়গাতেই মোটামুটি স্থিতিশীল।
প্রতিবেদনে বলা হয়, ইয়েন শক্তিশালী হয়ে ওঠায় টোকিও ছয়টি ক্ষেত্রে বেশি বিদেশিদের জন্য ব্যয়বহুল হওয়ায় এ মার্সার তালিকায় পঞ্চম ব্যয়বহুল নগরীর স্থান পেয়েছে। এর আগে আছে সিঙ্গাপুর ও পরে আছে জুরিখ।
মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে জীবনযাপনে ব্যয় বেড়েছে।
অন্যদিকে যেসব দেশের মুদ্রার মান কমেছে সেসব দেশের বিভিন্ন নগরীতে জীবনযাপনের খরচ কমেছে। এমন একটি নগরী মস্কো। এখানে বিভিন্ন পণ্য ও সেবার খরচ কমেছে। এটি ১৭তম ব্যয়বহুল নগরী।