সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস

দেশের ইতিহাসে সর্ববৃহৎ তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পাস হলো। আগামীকাল শুক্রবার (১ জুলাই) থেকে এ বাজেট কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থবছরের বাজেট পাসের প্রস্তাব করেন।
বাজেটের ওপর ৫৫টি দাবির বিপক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ে মোট ৪২০টি ছাঁটাই প্রস্তাব আনা হয়। এতে বিরোধী দল জাতীয় পার্টির ছয়জন এবং স্বতন্ত্র তিন সংসদ সদস্য আলোচনা করেন। মোট সাতটি মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে আলোচনা হয়, বাকিগুলো সরাসরি ভোটে গৃহীত হয়। এর আগে দুপুর দেড়টায় স্পিকারের ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।স্পিকার ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস হয়।
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ উপস্থিত ছিলেন।
গত ২ জুন সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এরপর ৮ জুন থেকে প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অনুষ্ঠিত হয়। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হচ্ছে এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। আগামী বছরে ঘাটতি বাজেটের পরিমাণ হচ্ছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।